স্টাফ রিপোর্টার : ‘চাকরিপ্রার্থী নই, আমরা চাকরিদাতা’ এমন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে সামাজিক ব্যবসা দিবস।

ইউনূস সেন্টার ষষ্ঠবারের মতো দিবসটি পালন করছে। যথারীতি এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।

‍বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম পর্বে থাকে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবার সামাজিক ব্যবসা দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরিদাতা, যুব বেকারত্বকে উদ্যোক্তায় রূপান্তর (উই আর নট জব সিকারস, উই আর জব গিভারস- টার্নিং আনএমপ্লয়মেন্ট টু এন্টারপ্রেনারশিপ)।’

দিনব্যাপী সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়ে এতে থাকবে আলোচনা সভা। মোট ৩০ দেশের প্রায় ২৫০ জন প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে ইউনূস সেন্টার থেকে আগেই জানানো হয়েছে।

(ওএস/এসসি/মে২৮,২০১৫)