স্টাফ রিপোর্টার : রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পশ্চিমপাশে ধসে পড়া নির্মাণাধীন ভবনের আশপাশের সব বিলবোর্ড একঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন ভবন ধস পরবর্তী বালু ভরাট কার্যক্রম পরিদর্শনে এসে তার সঙ্গে থাকা সরকারি কর্মকর্তাদের এ নির্দেশ দেন উত্তরের মেয়র।বিলবোর্ড থেকে নতুন কোনো দুর্ঘটনার আশঙ্কা থেকেই এ নির্দেশ দিয়েছেন মেয়র।

আনিসুল হক বলেন, ভবন ধস পরবর্তী বালু ভরাট কর্যক্রমের বেশ অগ্রগতি হয়েছে। আশা করি আর কোনো দুর্ঘটনা ঘটবে না।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের রাস্তার পশ্চিমপাশে সুন্দরবন হোটেল সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে পড়ে। ভবনের পাইলিংয়ের গর্তে রাস্তার কিছু অংশও দেবে যায়।

(ওএস/এএস/মে ২৮, ২০১৫)