ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ভাঙ্গা মাওয়া মহাসড়কের তুজারপুর ফিডার সড়কের তুজারপুর বাজার সংলগ্ন স্থান থেকে বৃহস্পতিবার দুপুরে একটি প্রাইভেটকারসহ ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তফা কামালের নেতৃত্বে ভাঙ্গা মাওয়া বিশ্বরোডের পৌরসভা সামনে রাস্তায় একটি সন্দেহজনক প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১১-৮০৬২) থামার জন্য সংকেত দেয়।

এ সময় প্রাইভেটকারে থাকা ৩ মাদক পাচারকারী গাড়ীটি না থামিয়ে দ্রুত গতিতে ভাঙ্গা মাওয়া মহাসড়ক ধরে ঢাকার দিকে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশও প্রাইভেটকারটিকে ধরার জন্য ধাওয়া করলে গাড়ীটি মহাসড়কের বগাইল ব্রীজ সংলগ্ন তুজারপুর ফিডার সড়কে গিয়ে বাজারের নিকট ফেনসিডিলসহ প্রইভেটকারটি ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ প্রাইভেটকারটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে। পরে পুলিশ গাড়ীটি তল্লাশি চালিয়ে গাড়ীর ভিতরে থাকা ৩টি বস্তা ভর্তি ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল ইসলাম জানান ফেনসিডিল বহনকারী গাড়ীটি কোথাথেকে এসেছে আমরা তা জানার চেষ্টা করছি এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এসডি/পিবি/মে ২৮,২০১৫)