নওগাঁ প্রতিনিধি : সরকারের উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার নওগাঁর সাপাহারে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় খ্যাত সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় পুননির্মাণ ও সংস্কার প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৫৪ লাখ টাকা ব্যয় স্বাপেক্ষে এদিন বেলা ১১টায় স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রবীন রাজনীতিক আলহাজ্ব ডা. তাহের উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ইউএনও মোঃ রুহুল আমিন মিঞা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
(বিএম/পিবি/মে ২৮,২০১৫)