নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়নে, পোরশা উপজেলার তেঁতুলিয়া ও নিতপুর ইউনিয়নের ২০১৫-১৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বেলা ২টায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে জনমতের ভিত্তিতে এই বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়াম্যান সাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আকতার। এ বছর মোট বাজেট ঘোষণা করা হয়েছে, ৬৮ লাখ ৭২ হাজার ৮শ’ ২০ টাকা। যেখানে মোট আয় ও ব্যায় সমান দেখানো হয়েছে। উন্মুক্ত বাজেটে নিজেদের মতামত প্রদানের জন্য এলাকার প্রায় ২’শ মানুষ উপস্থিত ছিলেন।
পোরশায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী ও সাদিকুল ইসলামের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করা হয়। তেঁতুলিয়া ইউনিয়নে ১কোটি ৩৩ লাখ ১১হাজার ১শ’ ১৬ টাকার বাজেট ঘোষনা করেন, ইউপি সচিব নাহিদ আক্তার। প্রস্তাবিত বাজেটে আয় ব্যায় থেকে ৭১ হাজার ১শ’ ১৬ টাকা উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়। এতে অতিথি ছিলেন, ছাওড় ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম। অপরদিকে একই সময় নিতপুর ইউনিয়ন পরিষদে ১ কোটি ৯২ লাখ ৪হাজার ৮শ’ ৫০টাকার বাজেট ঘোষণা করেন ওই ইউনিয়নের সচিব মনিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম।। এসময় বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএম/পিবি/মে ২৮,২০১৫)