নওগাঁ প্রতিনিধি : শেষ হলো নওগাঁর ধামইরহাটে দেড় মাসব্যাপি প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান কর্মসূচী। বৃহস্পতিবার কর্মসূচীর সমাপনী ঘোষণা করা হয়।

গত ১৪ এপ্রিল মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের অন্তর্গত মাহিনগর বিএসডিও কার্যালয় থেকে এটি শুরু হয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কারিগরি সহায়তায় চলমান প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযানের অংশ হিসাবে স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ওই ইউনিয়নের তালিকাভূক্ত সাংস্কৃতিক দল প্রবীণদের অধিকার বিষয়ক নাটক ও গান পরিবেশন করেন। নওগাঁ জেলার ১২টি ইউনিয়নে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।
(বিএম/পিবি/মে ২৮,২০১৫)