স্টাফ রিপোর্টার : আগামী রবিবারের মধ্যে সোনারগাঁও বীরউত্তর সি আর দত্ত রোড ও পান্থপথের বন্ধ রাস্তা খুলে না দিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এক্ষেত্রে সংশ্লিষ্ট কাউকে একবিন্দু ছাড় দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকালে নির্মাণাধীন ভবনের ধসে পড়া অংশ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, যে রাস্তাগুলো বন্ধ করা হয়েছে তা ঝুঁকিমুক্ত নয় বলেই বন্ধ করা হয়েছিল। তবে এতে বেশ যানজট হচ্ছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। যা কাম্য নয়।

তিনি বলেন, আর তাই তো রবিবারের মধ্যেই রাস্তা খুলতে যে ধরনের পদক্ষেপ নেয়া উচিত তা নেয়া হবে। আর সংশ্লিষ্টরা যথা সময়ে রাস্তা খুলতে না পারলে তাদের বিরুদ্ধে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ ঘটনার জন্য গাফিলতি ঠিকাদার ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। তাদের জন্য এ অবস্থা হয়েছে। কাউকে একবিন্দু ছাড় দেবো না।

(ওএস/অ/মে ২৯, ২০১৫)