ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র‌্যাব ৮এর একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় শহরের গুহলক্ষীপুর ডিগ্রী কলেজ মোড়ে রাস্তার উপর হতে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল সেট ও ২টি সীমসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।  গোপন সংবাদের র‌্যাবের অতি পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এর নেতৃত্বে তাদেরকে মোটর সাইকেলসহ ঘেরাও করে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ আরিফ (১৯), পিতা-মোঃ মালেক ব্যাপারী, সাং-চরমঙ্গল কোট বিলনালিয়া, ২। শ্রী লিটন দাস (৩৮), পিতা-মৃত অশ্বিনী দাস, সাং-নিখুর্দি, ৩। মোঃ হাসান শেখ (৩০), পিতা-মোঃ শুকুর শেখ, সাং-গুহলক্ষীপুর, সর্ব থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানায়।

উদ্ধারকৃত সর্বমোট ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আসামীদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ পরস্পর যোগসাজসে গাঁজা বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(এসডি/এএস/মে ২৯, ২০১৫)