মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮ টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনী এলাকার সদর উপজেলার পারলা স্কুল, ৪ নং স্কুল কেন্দ্রসহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে ভোটগ্রহণ উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৪৪টি। সর্ব মোট ১৪০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওহাবের সঙ্গে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর তপন কুমার রায়, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম, টেলিভিশন মার্কায় বিএনএফ এর প্রাথী মুনতাসিম বিল্লাহ নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ট করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. প্রফেসর সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা গেলে আসনটি শুন্য হয়।

(ওএস/পিবি/মে ৩০,২০১৫)