বরিশাল প্রতিনিধি : বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে শনিবার প্রকাশিত এসএসসি’র ফলাফলে আগৈলঝাড়া উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৭১ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডে জিপি-৫ পেয়েছে একজন

উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভেগাই হালদার পাবলিক একাডেমি ৯টি, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ১৪টি, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি, আস্কর মাধ্যমিক বিদ্যালয়ে ৩টিসহ মোট ৩১টি জিপিএ-৫ পেয়েছে। গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৪টি ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে ১টিসহ ১৫টি জিপিএ-৫ পেয়েছে। ভেগাই হালদার পাবলিক একাডেমি কেন্দ্রে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় ৯টি, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি, রামানন্দ্রেআঁক মাধ্যমিক বিদ্যালয় ৩টি, পয়সা মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ২টি, বাকাল নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয় ২টি, নিশিকান্ত গাইন স্কুল এন্ড কলেজে ১টিসহ মোট ২৪টিসহ সর্বমোট ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
(টিবি/পিবি/মে ৩০,২০১৫)