বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা বেগম ষাটগম্বুজ ইউনিয়নের ওই গ্রামের শেখ আসাদুজ্জামানের স্ত্রী।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান সকালে বলেন, তাসলিমা নামে এক গৃহবধূ সকাল ছয়টার দিকে নিজের বাড়ির রাস্তার সামনে একটি সুপারী গাছ কাটেন। গাছটি রাস্তার ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়লে বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় তাসলিমা গাছটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

(একে/পিবি/ মে ৩১, ২০১৫)