বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সাংষ্কৃতিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
পরে স্বাস্থ্য বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. বাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. প্রদীপ কুমার বকসি, ক্যাবের সভাপতি বাবুল সরদার ও মীর ফজলে সাঈদ ডাবলু।
(একে/পিবি/মে ৩১,২০১৫)