নওগাঁ প্রতিনিধি : রবিবার বিকেল ৫টায় ১২৪ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের পুত্র সাজ্জাদুল ইসলাম রিপন (৩২)সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদকদ্রব্যসহ তাদের উপজেলার নওদুলী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দু’জন হলো, বিহারীপুরের শহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম। থানার ওসি তদন্ত শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিতা ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় পুত্র রিপন ওই উপজেলায় মাদকসহ ত্রাসের রামরাজত্ব কায়েম করে। এলাকায় প্রকাশ্যে সে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে বলেও বিস্তর অভিযোগ শোনা যায়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট এলাকার এমপি ও আত্রাই থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় একসময়ের রক্তাক্ত জনপদকে যখন শান্তির জনপদে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল হতে চলেছে, ঠিক সে সময় শুধু পিতার ক্ষমতার দাপট দেখিয়ে রিপন অস্ত্র নিয়ে মাদক ব্যবসায় বেপোরোয়া হয়ে ওঠে। এলাকার জনজীবন অতিষ্ট করে তোলে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।

(বিএম/এএস/মে ৩১, ২০১৫)