যশোর প্রতিনিধি : যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম সরদার ও হতাহতদের প্রতিবেশী আহসান উল্লাহ শিমুল জানান, সকাল সাড়ে সাতটার দিকে ওই ৩ জন সদর উপজেলার বসুন্দিয়া বাজার থেকে তাদের বাড়ি বাঘারপাড়া উপজেলার বাররা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে আলাদিপুর গ্রামের একটি মোড় পেরুনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বড় একটি গাছের সাথে মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে আরোহী খায়ের বিশ্বাস (২৮) নামে একজনের মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর জরুরি বিভাগে মৃত্যু হয় মোটরসাইকেল চালক রফিক (৩০) নামে অপর একজনের। মারাত্মক আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুল হালিম (৪৫)।

জরুরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানিয়েছেন, আহত হালিমের অবস্থা আশঙ্কাজনক।

হালিমের ছোট ভাইয়ের স্ত্রী কুলসুম বেগম জানান, হালিমের ছেলে জুয়েল রানা শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ গ্রেডে উত্তীর্ন হয়েছে। এ কারণে তিনি মিষ্টির অর্ডার দিতে বসুন্দিয়া বাজারে গিয়েছিলেন।

(জেকেএম/পিএস/মে ৩১, ২০১৫)