বাগেরহাট প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত “জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার শহরের আমলাপাড়া স্কুল অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শফিকুল ইসলাম।

বাগেরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক, জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের সহকারী প্রোগ্রামার সোলায়মান হোসেন, জাতীয় মহিলা সংস্থার কোঅর্ডিনেটর মো: কাওছারুল হক প্রমুখ।

অনুষ্ঠানে ৬ মাস ব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া ২৯ জন মহিলার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

(একে/পিএস/জুন ০৬, ২০১৫)