মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে মঙ্গলবার সন্ধ্যায় রেজা কাজি (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের সলেমান কাজির ছেলে রেজা কাজি মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। স্থানীয়রা সন্ধ্যায় পাট ক্ষেতের মধ্যে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
(এএ/পিবি/জুন ০৩,২০১৫)