বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সংরক্ষিত ইউপি সদস্যর স্বাক্ষর জাল করে উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলনের চেষ্টার প্রতিবাদ করায় নারী সদস্যকে লাঞ্ছিত করে আটক রাখার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে একটি রাস্তা নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ওই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ওয়ার্ড সদস্য অশোক হালদারকে সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্য ঊষা রানী রায়কে সাধারণ সম্পাদক করে বাস্তবায়ন কমিটি করা হয়। সোমবার সোনালী ব্যাংক শাখায় অশোক ঊষার স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের জন্য একটি চেক জমা দেয়। ঘটনাটি ঊষা জানতে পেরে তার স্বাক্ষর জালের বিষয় ব্যাংককে ফোনে অবহিত করে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় ঊষাকে আস্কর কালী বাড়ি বাজারে পেয়ে প্রকাশ্যে লাঞ্ছিত করে বাজারের একটি ঘরে আটক রাখে অশোক। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি অবরুদ্ধ নারী সদস্য ঊষাকে উদ্ধার করেন। নারী সদস্যকে লাঞ্ছিত করে আটকের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ঘটানার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি সদস্যর এ ধরণের কাজে তিনি বিব্রত। বিষয়টি উভয়কে ডেকে সমাধান করবেন বলেও তিনি জানান।




(টিবি/পিবি/জুন ০৩,২০১৫)