ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ‘কৃষকের গম কৃষক দিবে, নেতা-এমপি কেন দিবে?’ এই শ্লোগানকে ধারণ করে ভাঙ্গায় সরকারি গম ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা শহরে বিক্ষোভ করে উপজেলা কৃষক সমিতি। বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাছের আড়তে এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক, ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, কৃষক নেতা আবু মতুব্বর, সুবাস মন্ডল প্রমুখ।

সুবাস মন্ডল তার বক্তৃতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের সুবিধার্থে ২৮ টাকা করে সরকারিভাবে গম ক্রয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু ভাঙ্গার প্রকৃত গম চাষীরা খাদ্য গুদামে গম দিতে পারছেনা। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গম ক্রয় করছে খাদ্য বিভাগের কর্মকর্তারা।
সকল বক্তাই ভাঙ্গায় সরকারি গম ক্রয়ে দুর্নীতি ও ব্যপক অনিয়ম হওয়ায় প্রকৃত গম চাষীরা গুদামে গম বিক্রি না করতে পারার বিষয়টি উল্লেখ করেন।

(অডি/পিবি/জুন ০৩,২০১৫)