নওগাঁ প্রতিনিধি :শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধাম তিথি উপলক্ষ্যে নওগাঁয় ৩দিনের কর্মসূচী শেষ হলো বুধবার। শহরের সুলতানপুর মহল্লায় রক্ষা মা কালিতলা লোকনাথ বাবার মন্দিরে এই কর্মসূচী পালিত হয়।

গত দু’দিন ধরে চলে পদাবলী কীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। বুধবার ভোর সাড়ে ৫টায় লোকনাথ বাবার বাল্যভোগ, দুপুর সাড়ে ১২টায় বাবার পূজা অন্তে পদাবলী কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়। অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ ভক্তের ঢল নামে।


(এমআর/এসসি/জুন ০৩,২০১৫)