দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস-২০১৫ উদযাপিত হয় শুক্রবার।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থা ও পঃ পঃ কর্মকর্তা জয়ন্ত ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সুরাইয়া গুলশান আরা, এ কে এম ইয়াহিয়া , এনজিও কর্মকর্তা বিপ্লব রাংসা, মায়া মান্দা,নিতাই সাহা ,সুরাইয়া গুলশানআরা, এ কে এম ইয়াহিয়া প্রমুখ।

(এনএস/এএস/জুন ০৫, ২০১৫)