মুন্সীগঞ্জ প্রতিনিধি : ‘পদ্মা সেতুর জন্য এবারের বাজেটে ২৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে। নিজস্ব অর্থায়নে কাজ চলছে। যেভাবে কাজ চলছে ২০১৮ সালে পদ্মা সেতু চালু হবে।’

মুন্সীগঞ্জের লৌহজং’র মাওয়া নতুন ঘাট শিমুলিয়ায় পরিদর্শনকালে শুক্রবার বেলা ১২টায় নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘নদীতে ঢেউ ঝড় আসতে পারে সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যাত্রী বেড়ে গেলে পারাপারে কোনো সমস্যা হবে না।’

শাজাহান খান বলেন, ‘প্রয়োজনে যাত্রীদের ফেরিতে পারাপার করব। আগের চেয়ে এবার ফেরি বেশি আছে। তিনটা নতুন ফেরি আনা হয়েছে। ঝড় বৃষ্টি যাত্রী বেড়ে গেলে ফেরিতে পারাপারের ব্যবস্থা করা হবে।’

(ওএস/এএস/জুন ০৫, ২০১৫)