বাগেরহাট প্রতিনিধি:শুক্রবার ৫জুন বিশ্ব পরিবেশ দিবসে ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নি:স্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে উপজেলা প্রশাসন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ,কারিতাস ও রূপান্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা হয়েছে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুলের শিক্ষার্থী ক্লাইমেট ক্লাবের সদস্যদের নিয়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষার্থে মংলা-ঘষিয়াখালী চ্যানেল ও সংলগ্ন নদী-খাল বিষয়ক এক উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মাদ আরিফ। সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লবের পরিচালনায় বক্তৃতা করেন হারুন গাজী, মো: বজলুর রহমান, এমএ সবুর রানা, বিজন কান্তি বিশ্বাস, শাহনাজ সুলতানা পলি, খাদিজা খাতুন, উম্মে আফসা প্রমুখ।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্লাইমেট ক্লাবের সদস্যরা বিজয়ী হয়।

( একে/এসসি/জুন০৬,২০১৫)