স্টাফ রিপোর্টার : ঢাকা সফরে রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামকৃষ্ণ মিশনে মোদি আসছেন, এই খবর পৌঁছতেই বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দকে ঢাকায় পাঠানো হয়েছে। মোদির আগে সুষমা স্বরাজ ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন। তবে, এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী এই মন্দিরে পা রাখছেন।

কথিত আছে ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই ঢাকার নাম হয়। ফলে, ঐতিহ্যপূর্ণ এই মন্দিরে যাওয়াটা এখন সময়ের অপেক্ষা। রবিবার সকালে মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। ফলে, সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে মন্দির সজ্জার কাজও। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও সর্বক্ষণ নজরে রাখছেন পুলিশ, র‍্যাবের কর্মকর্তারা।

(ওএস/এসসি//জুন ০৬, ২০১৫)