বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট চিংড়ী গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণার অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ পরিচালক মো: মনিরুজ্জামান।

চিংড়ী গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে কেন্দ্রের সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ কর্মশালায় গত অর্থ বছরের গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থ বছরের পরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়েব জীববিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর ড. মো: নাজমুল আহসান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শ্যামলেন্দু সাহা, খুলনা লবণ পানি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান প্রমুখ।

কর্মশালায় চিংড়ি চাষী, হ্যাচীর মালিক, মৎস্য খাদ্য উৎপাদনকারী, এনজিও প্রতিনিধি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একে/পিএস/জুন ০৭, ২০১৫)