বরিশাল প্রতিনিধি : জেলার উজিরপুর উপজেলার গড়িয়া নতুনহাট এলাকায় সোমবার রাত সাড়ে দশটার দিকে সুমন গাজী (২৮) নামের এক যুবকের দু’হাতের কব্জি কর্তন করেছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলা সদরের বাসিন্দা সোহরাব গাজীর ছেলে সুমন গাজী গড়িয়া গ্রামের তার মামা বাড়িতে থাকতো। ঘটনার সময় সুমনকে কয়েকজন যুবক ধাওয়া করে নতুনহাট এলাকায় বসে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার ডান হাতের কব্জি পুরোটা বিচ্ছিন্ন ও বাম হাতের কব্জি কিছুটা ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত সুমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তাৎক্ষনিক মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ওইদিন রাতেই আশংকাজনক অবস্থায় সুমনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্থানীয় টিটু হাওলাদার, মাহাবুব গোমস্তা, কাওসার সিকদার ও মজিবুর হাওলাদারকে গ্রেফতার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, কোন মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
(টিবি/পিবি/জুন ০৯,২০১৫)