বরিশাল প্রতিনিধি : দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরধরে সোমবার রাতে জেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নস্থানে বসে আসিফ ইকবাল (২৬) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম ও ইটদিয়ে পিটিয়ে থেতলে নিয়েছে প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

আহত উপজেলা ছাত্রদল নেতা আসিফ ইকবাল অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে সে দলীয় কর্মসূচীতে যোগ না দেয়ার অভিযোগে ছাত্রদল নেতা জসিম শরীফের সাথে তার বিরোধ চলে আসছে। এঘটনার জেরধরে জসিমের সমর্থক রাসেল হাওলাদার, আমানত শাহ, জাহারুল হাওলাদার, জামাল শরীফসহ ৭/৮ জন ক্যাডাররা সোমবার রাত আটটার দিকে তার (আসিফ ইকবাল) পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আহত করে। গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/পিবি/জুন ০৯,২০১৫)