নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর প্রবীন প্রধান শিক্ষক আলহাজ্ব মোফাজ্জল হোসেন তালুকদার (৬৯) সোমবার বিকেল ৩টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না----রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে ব্রেন ষ্টোকে এবং কিডনী রোগে ভূগছিলেন। গত ১৫দিন ধরে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন যাবত সদরের ইলশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা, ভাই বোন আত্নীয়স্বজনসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় শহরের খিদিরপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
(বিএম/পিবি/জুন ০৯,২০১৫)