নওগাঁ প্রতিনিধি :  নওগাঁ জেলার সাপাহার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাঁকি। এই নির্বাচনকে সামনে রেখে ওই আসনের প্রার্থীরা প্রতীক পেয়ে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের দ্বারে দ্বারে ঘুরছে ভোট ভিক্ষা করে। বেশ কিছু দিন পূর্ব থেকে তারা তাদের অবস্থানের কথা প্রকাশ করে বিভিন্ন আশ্বাস দিয়ে চলেছেন। তাঁদেরকে নির্বাচিত করার কথা বলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় বর্তমানে তারা নাওয়া-খাওয়া ছেড়ে ছুটছে উপজেলার এক ইউনিয়ন পরিষদ থেকে অন্য ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের কাছে। কারণ এই নির্বাচনে একমাত্র উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ১৮জন মহিলা সদস্যরাই ভোটার। ১৮জন ভোটারের মন জয় করা অসম্ভব ব্যাপার না হলেও প্রার্থীর সংখ্যা বেশী হওয়ায় নিশ্চিত নির্বাচিত হওয়ার বিষয়ে দুঃচিন্তায় পড়েছেন প্রার্থীরা। তাই তারা মরণ পণ ছুটছে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। 

উপজেলা নির্বাচন অফিসার তোজাম্মেল হক জানান, এবারে সাপাহার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ৩টি ইউনিয়ন নিয়ে একটি নির্বাচনী আসন তৈরী হয়েছে। সে হিসেবে উপজেলায় মোট ৬টি ইউনিয়নে ২ টি আসন রয়েছে। সাপাহার, তিলনা ও শিরন্টি ইউনিয়ন নিয়ে একটি আসন এবং পাতাড়ী, আইহাই ও গোয়ালা ইউনিয়ন নিয়ে একটি আসন। দুটি আসনে ১৮ জন মহিলা ইউপি সদস্য তারাই একমাত্র ভোটার এবং তারাই ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে। সে মতে আগামী ১৫ জুন উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। উক্ত নির্বাচনে ১ নং আসনের প্রার্থী হিসেবে সাপাহার সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফাহিমা বেগম ও শিরন্টি ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য নাহার বানু লড়ছেন প্রার্থী হিসেবে। ২ নং আসনের প্রার্থী হিসেবে লড়ছেন নাজিরা খাতুন, সাহিদা বেগম ও হাসিনা খাতুন। দুটি আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ পর্যন্ত উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে এলাকাবাসী মনে করছেন।
(বিএম/পিবি/জুন ০৯,২০১৫)