কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন মজিবর
মাদারীপুর প্রতিনিধি : শীঘ্রই তফশিল ঘোষণা করা হবে সারা দেশের পৌরসভা নির্বাচনের। নির্বাচন কমিশনের বরাতে গণমাধ্যমে এমন খবরে সারাদেশের ন্যায় সরগরম হয়ে উঠছে কালকিনি পৌরসভার জনপদ। সম্ভাব্য প্রার্থীরা আগে ভাগে যেমনি গণসংযোগে নেমেছেন তেমনি সাধারণ মানুষও প্রার্থীদের নিয়ে তাদের নির্বাচনী ভাবনা শুরু করেছেন। আর এনিয়ে সাধারণ মানুষ যে কজন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের নাম ব্যাপক চমকপ্রদ হয়ে উঠছে। এর কারণ হচ্ছে সম্ভব্য প্রার্থীদের মধ্যে কেউ কাউন্সিলর থেকে মেয়র পদে নির্বাচনে আসছেন না। তাই ৪বার নির্বাচিত এই পৌর কাউন্সিলর এবার মেয়র পদের নির্বাচনে আসছেন শুনে তাকে নিয়ে পৌর এলাকার সর্বত্রই চলছে আলোচনার ঝড়।
জানা গেছে, কালকিনি পৌরসভার ৫নং ওয়ার্ডে মজিবুর রহমান ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হওয়ায় ৪ বার জনরায় পেয়ে পৌর কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। আর সফল কাউন্সিলর ও সমাজ কল্যাণে বিশেষ অবদানের জন্য প্রিন্সেস ডায়না পদক, বঙ্গবীর জেনারেল ওসমানি সম্মাননা পদক, মাদার তেরেসা সম্মাননা পদক, ভাষা সৈনিক ড.আব্দুল মতিন সম্মাননা পদকসহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে একাধিকবার সম্মাননা ক্রেষ্ট নিজের সাফল্যের মালায় গাঁধতে সক্ষম হয়েছেন। শ্রেষ্ট কমিশনার হিসেবেও ভূষিত হয়েছেন কয়েকবার। যা তার ব্যক্তিগত ইমেজকে আলোকিত করার পাশাপাশি সম্মান বয়ে এনেছেন কালকিনিবাসীর জন্য।
অপরদিকে একনীতির লোক হিসেবেও সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক সুনাম রয়েছে। এ পর্যন্ত কালকিনির রাজনীতির প্রেক্ষাপটে তিনি সর্বদা এলাকার ৪বারের নির্বাচিত এমপি ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নৌকার যাত্রী হয়ে রয়েছেন। আর নানান চড়াই উৎরাইয়ের সময় আবুল হোসেনের পক্ষেই তিনি রাজপথের হাল ধরেছেন। কালকিনির রাজনৈতিক মাঠে যে কজন নেতাকে আবুল হোসেনের সক্রিয় কর্মী হিসেবে ধরা হয়। তাদের মধ্যে নিবেদিত কর্মী মজিবর রহমানের নাম শক্ত অবস্থানে চলে আসে।
তাই তিনি পৌর নির্বাচনে এবার মেয়র প্রার্থী হয়ে আসছেন শুনে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
(ওএইচএ/পিবি/জুন ১০,২০১৫)