বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী বাজারে হানিফ হাওলাদার দীর্ঘদিন যাবৎ মুদি ব্যবসা করে আসলেও স্থানীয় আলী আকবর হাওলাদার হানিফের ওই ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা তার দাবি করে দখলের পায়তারা চালায়। বিরোধীয় ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বুধবার আলী আকবরের নেতৃত্বে প্রকাশ্যে বহিরাগত ভারাটে সন্ত্রসীদের নিয়ে হানিফের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে ব্যবসায়ী হানিফ হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশের এএসআই পরেশ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(টিবি/পিবি/জুন ১০,২০১৫)