নওগাঁ প্রতিনিধি : বুধবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নেপালপুর মোড় নামক স্থানে ভটভটি উল্টে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক সেলস রিপ্রেজেনটেটিভ নিহত হয়েছেন। এ সময় ভটভটির চালক কালু মিয়া (৪৫) আহত হন। আহত কালু মিয়াকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম জেলার ধামইরহাট উপজেলার আলমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানান, জাহাঙ্গীর আলম একটি বেসরকাারি কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ। এদিন দুপূরে তিনি মাতাজি বাজার থেকে কালু মিয়ার ভটভটি ভাড়া করে স্প্রীড নামক কোমল পানীয় নিয়ে ধামইরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নেপালপুর মোড় নামক স্থানে ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ভটভটির চাপায় জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

(বিএম/এএস/জুন ১০, ২০১৫)