মাদারীপুর প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্বদর্শনা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত সেকেন্দার মল্লিক (৭০) নামের এক বৃদ্ধ বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

এলাকাবাসী, পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলা ডাসার থানার পূর্বদর্শনা গ্রামের নেওয়াজ মল্লিকের ছেলে সেকান্দার মল্লিকের সাথে একেই এলাকার আনোয়ার মল্লিকের ৬৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরিই সূত্র ধরে শনিবার বিকেলে ঐ জমি নিয়ে মাপ চললে এক পর্যায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে আনোয়ার মল্লিক ক্ষিপ্ত হয়ে তার নের্তৃত্বে কালু মল্লিক ও সোহাগ মল্লিকসহ ১০/১৫ জন মিলে দেশী অস্ত্র নিয়ে সেকেন্দার মল্লিকের বাড়িতে দফায়-দফায় হমলা চালায়।

এসময় সেকান্দার মল্লিকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে আহত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মাদারীপুর সদর হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

হামলা ও সেকান্দার মল্লিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে আসামীদের গ্রেফতারে দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

নিহতের মেয়ে রেশমা আক্তার জানায়, আমার বাবারে আনোয়ার মল্লিক তার দলবল নিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকারীদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ডাসার থানার (ওসি) তদন্ত আবুল কাশেম জানায়, নিহতের পরিবার মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন। তারা মামলা করতে থানায় আসেননি। তবে আমাদের যা করার সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/জুন ১১, ২০১৫)