গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাটে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে বাস, মাইক্রোবাস, ট্রাকসহ শত শত বিভিন্ন গাড়ি।

এদিকে সময় মতো ঘাটে এসে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা ফেরির সিরিয়ালে আটকে থাকায় সাধারণ বাসযাত্রী বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা এ সময় ভোগান্তি পোহান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ টি ঘাটের ১টি বন্ধ থাকার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ঘাট সরেজমিন গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেলঘাট এলাকা পর্যন্ত ৩ কিলোমিটার ৪ লেন রাস্তার একপাশে দুই সারিতে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক, অপরপাশে যাত্রীবোঝাই বাসের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে আছে।

ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রয়োজনীয় সংখ্যক ফেরি নেই। পাশাপাশি ৩টি ঘাটের ১টি বন্ধ থাকায় স্বাভাবিক গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। তাই নদী পার হতে আসা গাড়িগুলো দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে আছে।

এসপি গোন্ডেন লাইন পরিবহন বাসের দৌলতদিয়া ঘাট ম্যানেজার মাহাবুব হোসেন লিটন জানান, মাত্র ৩ কিলোমিটার এই নৌপথ পাড়ি দিতে এসে দৌলতদিয়া ঘাটে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে আটকা পড়ে থাকছে। এ সময় সাধারণ বাসযাত্রী বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়ায় মোট ৩টি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ঘাটটি বন্ধ থাকার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়াঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ বলেন, ‘প্রচন্ড বাতাস বইতে থাকায় নৌরুটে রো রো (বড়) ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তবে পরিস্থিতি মোকাবেলায় ছোট-বড় মোট ১৪টি ফেরি সার্বক্ষণিক সচল রাখা হয়েছে।’

(জিসিপি/পিএস/জুন ১১, ২০১৫)