বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বকতিয়ার আল-মামুনকে পিটিয়ে গুরুতর আহত করে তার কক্ষে হামলা চালিয়ে ভাংচুর করার মামলায় আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের মৃত মালেক আকনের ছেলে ও মাদকের পাইকারী বিক্রেতা এবং গৌরনদী থানার চিহ্নিত দালাল আ. সামাদ আকন মুন্নাকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনোরঞ্জন মিস্ত্রী গ্রেফতার করে।

বিকেলেই গ্রেফতারকৃত মুন্নাকে ডা. আল-মামুনের দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/পিএস/জুন ১১, ২০১৫)