আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আইন অনুযায়ী নিয়োগ, পাওনা পরিশোধ, নিরাপত্তা ও অহেতুক শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদসহ ১৫ দফা দাবিতে নগরীতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।

অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাপস দেবনাথ। একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট একে আজাদ, বাসদের জেলা সংগঠক ডা. মণিষা চক্রবর্তী, দোকান কর্মচারী ইউনিয়নের নেতা শেখ মো. আরিফ, উজ্জ্বল দেবনাথ প্রমুখ। শেষে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের বরাবরে ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

(টিবি/এএস/জুন ১২, ২০১৫)