নওগাঁ প্রতিনিধি : শুক্রবার বিকেলে নওগাঁর ধামইরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এই নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম,স উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু প্রমুখ।

(বিএম/এএস/জুন ১২, ২০১৫)