যশোর প্রতিনিধি : পরিবেশ রক্ষায় যশোরের ঐতিহ্য ভৈরব নদকে দখলমুক্ত করার বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা।

শনিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে আলোচনায় বক্তারা বলেন, ভূমিদস্যুরা ভৈরব নদ দখলের প্রতিযোগিতায় নেমে পড়েছে। যে কারণে এককালের প্রলয়ংকারী এই নদের অস্তিত্ব এখন মারাত্মক হুমকির মুখে। দীর্ঘদিন সংস্কার বা পুনঃখনন না করায় ঐতিহ্যবাহী ভৈরব তার স্বকীয়তা হারিয়ে পরিণত হয়েছে শহর ও শহরতলীর মানুষের নোংরা পানি নিষ্কাশনের আধারে।

দৈনিক কল্যাণ ও জনউদ্যোগের আয়োজনে ‘যশোরের পরিবেশ রক্ষায় ভৈরব নদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সঞ্চালকের ভুমিকায় ছিলেন কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা।

এ সময় মুক্ত আলোচনরায় অংশ নেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা প্রফেসর আফসার আলী, জনউদ্যোগের নির্বাহী পরিচালক এম আর খাইরুল উমামসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

(জেকেএম/পিএস/জুন ১৪, ২০১৫)