কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে।

কলাপাড়া প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক মো. বশির উদ্দিন বিশ্বাস বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোসাঃ পপি আক্তার। বুধবার বিদ্যালয় মিলনায়তনে সর্বসস্মতিক্রমে এ কমিটি গঠিত হয়েছে। বশির উদ্দিন বিশ্বাস ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।
(এমআর/পিবি/জুন ১৮,২০১৫)