যশোর প্রতিনিধি : যশোরে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার পুলিশ ও পাঁচ ডাকাত রয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-ঢাকা সড়কের খাজুরা বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডাকাতেরা হলেন- মুন্সীগঞ্জের মেদিনীমণ্ডল গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল হাই, খুলনার ডালমিল এলাকার ফারুক ওরফে বাদশা, ঢাকার সাভারের বাকুদা এলাকার আনিসুর রহমান, ঝালকাঠি জেলার উত্তর কাঁঠালিয়া গ্রামের হাসান আব্দুল্লাহ এবং সিলেটের গোলাবক্স শিলঘাট গ্রামের রাজিব হোসেন।

এছাড়াও খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান, কনস্টেবল তুহিন খান, দীপু ও আকিমুল ইসলাম আহত হয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে যশোর-ঢাকা মহাসড়কে একটি মাইক্রোবাস বারবার যাওয়া-আসা করছিল। বিষয়টি সন্দেহ হওয়ায় সড়কে টহলে থাকা খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গাড়িটির গতিরোধ করে। এ সময় গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে ডাকাতদলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও আহত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ডিবি পুলিশের পাঁচ সেট পোশাক, একটি ওয়াকিটকি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, গুরুতর আহত অবস্থায় ভোরে পুলিশ সদস্যরা তাদের হাসপাতালে এনে ভর্তি করে।

(ওএস/এএস/জুন ১৯, ২০১৫)