মাদারীপুর প্রতিনিধি : বর্ষা মৌসুমে অশান্ত নদীতে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, এবারের ঈদে লঞ্চের ধারণ ক্ষমতার বাইরে কোন যাত্রী তুলতে দেয়া হবে না। অতিরিক্ত যাত্রীর যখন চাপ থাকবে তখন ফেরিতে তাদের পারাপার করা হবে। এবারের ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে, যাতে কেউ অতিরিক্ত কোন যাত্রী তুলতে না পারে।

মন্ত্রী আরো বলেন, গত বছরের ৪ আগস্ট এমভি পিনাক-৬ লঞ্চডুবির পর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষা মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে।

এ সময় নৌমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা।

(এএসএ/পিএস/জুন ১৯, ২০১৫)