মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের হায়দার আলীর (৩৫) লাশ ১১ দিন পর লিবিয়া থেকে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ জুন লিবিয়ার রাজধানী ত্রিপলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হায়দার আলীর মৃত্যু হয়। ১১ দিন পর লিবিয়া থেকে হায়দার আলীর লাশ শুক্রবার দুপুরে কালকিনির নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়।

এ সময় ঐ বাড়িতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সবাই কান্নায় ভেঙ্গে পড়ে। লাশ এক নজর দেখার জন্য এলাকাবাসী ভীড় করে।

নিহতের বাবা ওয়াজেদ আলী ও মা সুরাতন বেগম বলেন, প্রায় ২ বছর আগে হায়দার অর্থ উপার্জনের জন্য লিবিয়াতে গিয়েছিলো। ওর মৃত্যু খবর শুনে আমরা ভেঙ্গে পড়েছিলাম। যে ছেলেটা হেটে হেটে হাসি মুখে বিদেশ গেল আজ সেই ছেলেটা লাশ হলো। এই দুঃখ যেন আর কোন বাবা-মাকে সহ্য করতে না হয়।

তবে হায়দারের মুখ আবার দেখতে পারবো এই আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পত্রিকায় লেখার কারণেই হায়দারের লাশটা দেখতে পেলাম।

(এএসএ/পিএস/জুন ১৯, ২০১৫)