নওগাঁ প্রতিনিধি :  শনিবার সকাল ১০ টায় নওগাঁর ধামইরহাটে ২০১৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্জ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হোসেনের আহমেদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ১০২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
(বিএম/পিবি/জুন ২০,২০১৫)