নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বসবাসরত আদিবাসীদের জমি ও পুকুর জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোকিল ও কাশিপুর গ্রামে। স্থানীয় প্রভাবশালী মহল প্রতিনিয়ত তাদের ভয়-ভীতি দেখানোসহ নির্যাতন- নিপীড়ন চালাচ্ছে বলে তারা অভিযোগ করেছে। 

জানা গেছে, উপজেলার কোকিল (শল্পি) গ্রামের যোহন হেমরমের পুত্র মানুয়েল হেমরমের বাড়িতে বৃহস্পতিবার (১৮ জুন) দিনগত রাত সাড়ে ১২ টায় একই গ্রামের জিল্লুর রহমানের পুত্র পবন (৩৫), মৃত তবিজ মন্ডলের পুত্র ফয়ছের আলী (৫৫), ফয়ছেলের পুত্র মিন্টু (৩৫), রুপনারায়নপুর (নিকেশ্বর) গ্রামের আইজুলের পুত্র আ. ছাত্তার ও দূলালসহ অজ্ঞাত ১৫/২০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল বাড়িতে অনুপ্রবেশ করে। এবং পরিবারের লোকজনকে দেশী অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি ঘরে দরজা জানালা ভাংচুর, রক্ষিত ১৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন, তিন হাজার ইট যার মূল্য ১৯ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সেই রাতেই আবার বাড়ির উত্তর পাশে তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত ও দখলিয় জমির ওপর টিন দিয়ে ঘর নির্মাণ করে সন্ত্রসীরা বসবাস শুরু করে বলে মানুয়েল জানান। এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অপরদিকে উপজেলার কাশিপুর গ্রামের উপেন্দ্রনাথের পুত্র সুনিল চন্দ্রের বাড়িতে একই গ্রামের ধন মহম্মদ, দু’পুত্র আলাউদ্দিন ও রেজাউল ইসলামের নের্তৃত্বে ২০/২৫ জনের একটি দখলদারী দল অস্ত্র-শস্ত্র নিয়ে ১৪ জুন সকাল সাড়ে ৮ টায় হামলা চালায়। পরিবারের লোকজনদের মারপিট করে তাদের ইজারাকৃত খাস পুকুর দখল করার চেষ্টা ও পুকুর থেকে প্রায় ৩ মন বিভিন্ন প্রজাতীয় মাছ জোর করে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় তারা গুম, খুন, হত্যাসহ বিভিন্ন হুমকি দেয় বলে সুনিল জানায়। এ ব্যাপারে ১৫ জুন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
(বিএম/পিবি/জুন ২০,২০১৫)