মাদারীপুর প্রতিনিধি : চলতি বছর এসএসসি দাখিল ও কলেজ পর্যায়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল নিয়ে পর্যালোচনা পূর্বক   শিক্ষার মান উন্নয়নে আজ শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলা বিভিন্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হুসাইন সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জনাব নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল করিম তালুকদার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মনির চৌধুরী,পৌর মেয়র জনাব লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা বেগম, ভাইস চেয়ারম্যান বি, এম দেলোয়ার হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন দত্তপাড়া টিএন একাডেমির প্রধান শিক্ষক আবদুল ওহাব মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ মোঃ সামসুল আলম মিয়া।
প্রধান অতিধি নূর-ই-আলম চৌধুরী এমপি- চলতি বছরের এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী শতভাগ পাশ করেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যে সকল প্রতিষ্ঠান তুলনামূলক খারাপ করেছে তাদের হুশিয়ার করে দেন। আগামী বছর গুলোতে যাতে ভাল ফলাফল করতে সক্ষম হয় সে ব্যাপারে নজর দিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের প্রতি আহব্বাবন জানান।
(এএইচ/পিবি/জুন ২০,২০১৫)