কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ড্রেজার পরিচালনাকারীদের হামলায় গুরুতর জখম হয়েছে তরিকুল ইসলাম (১৭) ও হাফেজ (২২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল নয়টায় পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মনির হাওলাদার ও জসিম হাওলাদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে আহতদের অভিযোগ।
জানা গেছে, সোনাতলা নদীর ভাঙ্গনে পেয়ারপুর গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ বিলীনের পথে। বাঁধ ভাঙ্গনের আতংকে উদ্বিগ্ন গোটা এলাকার মানুষ। ওই ভাঙ্গন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙ্গন আরও বেড়ে যায়। রবিবার সকালে এলাকাবাসীদের সাথে নিয়ে তরিকুল ও হাফেজ বালু উত্তোলনে নিষেধ করায় তাদের উপর হামলা চালায় মনির ও জসিম । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এমআর/পিবি/জুন ২১,২০১৫)