ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র‌্যাব ৮এর একটি দল রবিবার ভাঙ্গা উপজেলার চৌরাস্তা এলাকায় গজারিয়া গ্রামরে মোঃ ইসমাইল ফকির এর নিজ বসত বাড়ির ঘরের ভেতর থেকে মাদকের একটি চালানসহ তাকে আটক করছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী পুলিশ সুপার জনাব আছাদুজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি দল তাকে ঘেরাও পূর্বক আটক করে। তার দেহ এবং তার বসত ঘর তল্লাশী করে কাঠের বাক্স খাটের তোষকের নিচ হতে নিজ হাতে বের করে দেয়া মতে সর্বমোট ৯টি ছোট স্বচ্ছ পলিথিনের প্যাকেট হতে সর্বমোট ৪৫০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট(এ্যামফিটামিন) উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে এবং তার নাম মোঃ ইসমাইল ফকির(৪৭), পিতা- মৃত সফিজ উদ্দিন ফকির, সাং- গজারিয়া, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর বলে জানায়। উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্তর পূর্বক ভাংগা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
(এসডি/পিবি/জুন ২২,২০১৫)