স্টাফ রিপোর্টার : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকাগামী টাইগার এয়ারওয়েজের টিআর ২৬৫৬ ফ্লাইটে সুজন (২২) নামে এক যাত্রীর কাছ থেকে এক কোটি টাকা সমমূল্যের দুই কেজি ১০০ গ্রাম সোনার বার আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইসরাত জাহান জানান, ১০টায় আগত টাইগার এয়ারওয়েজের ফ্লাইটে একজনের কাছে অবৈধ স্বর্ণ রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানের বোর্ডিং ব্রিজে অভিযান পরিচালনা করে এ সোনার বারগুলো আটক করি।

এছাড়াও তার কাছ থেকে পাঁচটি অবৈধ মোবাইল ফোন এবং একটি এলসিডি টিভিও জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান আটককৃত সুজনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ওএস/জেএ/মে ১৯, ২০১৪)