ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহর তলির কৈজুরী ইউনিয়নের সোনার বাংলা উৎপাদক ও ব্যবসায়ী দলের কৃষি শিখন কেন্দ্রের উদ্যোগে সোমবার দুপুরে ফরিদপুর এডিপি ওয়াল্ড ভিশন এর সহযোগিতায় কৃষকদের নিয়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সর্ম্পকে কৃষি তথ্য পরামর্শ সেবা প্রদান করা হয়।

পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদপুর এডিপি’র ম্যানেজার রাখাল সুবাস গমেজ, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ এস. এম. বেলালুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষি বিদ খান মো. বাবলুর রহমান, সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান।
কৃষি তথ্য সেবায় জলবায়ু পরিবর্তনের কারণে কিভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, ফসল উৎপাদনে এর ক্ষতিকর প্রভাব, কিভাবে কৃষক এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠবে ও জলবায়ু পরিবর্তন কমানোর উপায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষকদের মধ্যে কথা বলেন, সিদ্দিক মন্ডল, ডালিম খা, ওয়াজেদ মন্ডল, সাইদুল খা।
(এসডি/পিবি/জুন ২৩,২০১৫)