মুন্সীগঞ্জ প্রতিনিধি : নদীতে প্রবল স্রোতে পদ্মা সেতু প্রকল্প এলাকায় প্রায় দেড়শ মিটারের পাড় ভেঙে নদীগর্ভে চলে গেছে। এ সময় সেতুর পাইলিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নদীতে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙন আতঙ্কে পদ্মা সেতু নির্মাণাধীন পাইলিং বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার থেকে ৫টা পর্যন্ত তিন দফায় এ ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।

পদ্মাসেতু প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো বিকেলে কুমারভোগ পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেতুর পাইলিং কাজ চলছিল। বিকেল ৩টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন দেখা দেয়। আবারো ভাঙন আতঙ্কে ওই এলাকার পদ্মা সেতু প্রকল্পের নির্মানাধীন পাইলিং প্রকল্পের সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখা হয়েছে। তবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।

পদ্মাসেতু প্রকল্প ব্যবস্থাপক আরো জানান, তিন দফায় ১৫০ মিটারের মতো পাড় ভেঙে নদীতে যায়। এ সময় সেতুর পাইলিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নদীতে বিলীন হয়ে যায়। ভাঙন আরো বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাপ করা সম্ভব হয়নি।

(ওএস/অ/জুন ২৩, ২০১৫)