মাদারীপুর প্রতিনিধি :গত তিনির দিনের টানা প্রবল বর্ষণে মাদারীপুর সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে কৃষিকদের ফসলী জমি।

জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষীপুর, সমিতিরহাট, রাজারচর ও আলীনগর, মাদারীপুর সদর উপজেলার থানতলী, পাকদী, কুপদ্বি, হাজীর হাওলা, পুরান বাজার, রাজৈরের টেকেরহাট, শিবচরসহ বেশ কয়েকটি গ্রামে তিন দিনের টানা প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে। এছাড়াও এসব গ্রামের ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। এতে করে তাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। অপর দিকে নি¤œআয়ের মানুষ পরেছে বিপদে।

এ ব্যাপারে কৃষক মিরন সরদার ও নুরুজ্জামান কাজীসহ বেশ কয়েকজন বলেন, আমরা বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে কোন কাজে যেতে পারি না। তাই পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।


(এএসএ/এসসি/জুন২৫,২০১৫)